বিশ্বের অন্যতম বহুজাতি কোম্পানি কোকাকোলাকে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পরামর্শ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কোকাকোলা কোম্পানির প্রেসিডন্ট এবং প্রধান পরিচালন কর্মকর্তা সিওও ব্রায়ান স্মিথ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামসহ কোকাকোলার আঞ্চলিক উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ বছরে ২০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় বহুজাতিক এ কোম্পানিটি। বাংলা টাকায় এর পরিমাণ প্রায় ১৭শ কোটি টাকা।
বৈঠকে শুল্ক সুবিধা চান কেকাকোলার প্রেসিডেন্ট। এ সময় অর্থমন্ত্রী কর সুবিধা পেতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পরামর্শ দেন। এমনকি নতুন পণ্য উৎপাদন করলে কিংবা স্পেশাল ইকনোমিক জোনে বিনিয়োগ করেও নানা সুবিধা পেতে পারেন বলে জানান অর্থমন্ত্রী