
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ফান্ডটির দর কমেছে ২৫ দশমিক ৮৬ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ৫ কোটি ৯ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১ লাখ ৯৩ হাজার ৬০০ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড সপ্তাহে ফান্ডটির দর কমেছে ২৩ দশমিক ৪৬ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ২৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ লাখ ৮৮ হাজার।
তৃতীয় স্থানে থাকা ভিএফএস থ্রেডের দর কমেছে ১৭ দশমিক ১৯ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩১ কোটি ৮ লাখ ১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ২১ লাখ ৬০ হাজার ২০০ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৪ দশমিক ৪৪ শতাংশ, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডের ১৩ দশমিক ৮৮ শতাংশ, এমারেল্ড অয়েলের ১১ দশমিক ৯০ শতাংশ, ফনিক্স ফিন্যান্সের ১০ দশমিক ২৬ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৮ দশমিক ৪৩শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭ দশমিক ৮৯ শতাংশ ও আজিজ পাইপসের ৭ দশমিক ৬৯ শতাংশ।
সান বিডি/এসকেএস