কেন ১০ কোটি টাকার প্রস্তাব ফিরালেন শিল্পা!

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-১৯ ১৪:১১:৩৬


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি ১০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। জনপ্রিয় এ চলচ্চিত্র নায়িকা একটি বিজ্ঞাপনের অফার ফিরিয়ে দিয়েছেন। এতো টাকার প্রস্তাব ফিরিয়ে দেয়ায় রীতিমতো অবাক হয়ছেন দর্শকরা। ভারতের মিডিয়া জুড়েই আলোচনা সমালোচনা হচ্ছে কিসের বিজ্ঞাপন? কেনই বা ফিরিয়ে দিলেন শিল্পা? এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে।

জানা গেছে, একটি আয়ুর্বেদ কোম্পানির ‘স্লিমিং পিল’র ১০ কোটি টাকার বিজ্ঞাপনের অফার এসেছিলো। বিশেষ কারণে বিজ্ঞাপনের প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপনটি না করার কারণ জানতে চাইলে শিল্পা জানান, ‘যে জিনিসে বিশ্বাস করতে পারি না, তার বিজ্ঞাপন করা আমার পক্ষে সম্ভব নয়।’