
চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের সঙ্গে কোনো ধরনের ব্যবসাই করতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যদিও ইতোমধ্যে দেশটির প্রশাসন হুয়াওয়েকে আরও ৯০ দিন সময় দেবার কথা বলেছে।
এর আগে গত শুক্রবার রয়টার্সসহ আরও কিছু গণমাধ্যম খবর দেয় যে, হুয়াওয়ে তাদের ব্যবসা করার ক্ষেত্রে এবং যুক্তরাষ্ট্রের তৈরি টেলিযোগাযোগ যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে আগের মতোই সুবিধা পাবে।যে সাধারণ লাইসেন্স নিয়ে প্রতিষ্ঠানটি মার্কিন মুলুকে ব্যবসা করছিল সেটির মেয়াদ আরও ৯০ দিন বাড়ানোর কথাও বলেছে দেশটির বাণিজ্য বিভাগ।
এরপর রোববার প্রেসিডেন্ট ট্রাম্প নিউ জার্সিতে গিয়ে সাংবাদিকদের বলেন, আমি চীনের প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী নই। এর মূল কারণ জাতীয় নিরাপত্তা।ট্রাম্প বলেন, এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে হুয়াওয়ের সঙ্গে ব্যবসায় যাওয়া ঠিক হবে না।
জাতীয় নিরাপত্তার হুমকি থাকার কারণে এটা আমি করতে চাই।আমি এটিও বিশ্বাস করি যে, গণমাধ্যমগুলো বিষয়গুলোকে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরার চেষ্টা করবে, বলেন ট্রাম্প।হুয়াওয়ের ব্যবসার ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন দিক রয়েছে, সেগুলো এর আওতার বাইরে রাখার কথা বলেন তিনি। তাই সব দিক বিবেচনা করেই আগানোর কথা বলেছেন।
কিন্তু কবে নাগাদ নতুন করে ‘সাধারণ লাইসেন্সের মেয়াদ’ বাড়ানো হবে সে সম্পর্কে কোন কথা বলেননি ট্রাম্প।রোববারই সকালের দিকে দেশটির ন্যাশনাল ইকোনোমিক কাউন্সিলের ডিরেক্টর ল্যারি কুডলস বাণিজ্য বিভাগ যে হুয়াওয়ের সাধারণ লাইসেন্সের মেয়াদ আরও বাড়াবে সে কথা জানান।তিনি বলেন, হুয়াওয়ের উপর ‘আস্থা’ থাকার কারণেই তাদের লাইসেন্সের মেয়াদ বাড়ানো হচ্ছে।গত ১৫ মে মার্কিন প্রশাসন চীনের প্রতিষ্ঠান হুয়াওয়েকে দেশটিতে কালো তালিকাভুক্ত করে।