কনফিডেন্স পাওয়ারের বাণিজ্যিক উৎপাদন শুরু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২০ ১০:৪৩:২৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার হোল্ডিংসের বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ১১৩ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কনফিডেন্স পাওয়ার হোল্ডিংসের ইক্যুইটি মূলধনের ৪১ শতাংশ রয়েছে কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেডের। আর কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার রয়েছে কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেডের।

গত ১২ আগস্ট থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হওয়া সব বিদ্যুৎ বাংলাদেশ পাওয়ার ডেভলেপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কাছে বিক্রি করছে প্রতিষ্ঠানটি।

সান বিডি/এসকেএস