পেট্রোম্যাক্সের সঙ্গে মেঘনা পেট্রোলিয়ামের চুক্তি

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৮-২০ ২২:৪৯:৪৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম ব্যবসা সম্প্রসারণের জন্য পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,মেঘনা পেট্টোলিয়ামের কোনো অনুমোধিত ডিলার তরল পেট্রোলিয়াম গ্যাস রূপান্তরিত ফিলিং স্টেশন স্থাপন করলে, সেক্ষেত্রে পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড তাদেরকে অটোগ্যাস সর্বারহ করবে। চুক্তি অনুসারে কোম্পানিটি প্রতি লিটার এলপিজি বিক্রির মাধ্যমে ০.৫০ টাকা করে পাবে মেঘনা পেট্রোলিয়াম।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর সাইফুল্লাহ-আল-খালেদ ও পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের পরিচালক নাফিস কামাল। এসময় উপস্থিত ছিলেন,পেট্রোম্যাক্স এলপিজির সিওও ফিরোজ আহমেদ, কোম্পানি সেক্রেটারি ইয়াসিন আহমেদ এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

সান বিডি/এসকেএস