
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬টি কোম্পানির ৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর ৯ লাখ ৭৬ হাজার ৪২৩টি শেয়ার ৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে ৪ কোটি ৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।
এছাড়া বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১৪ লাখ ১৮ হাজার টাকার, যমুনা ব্যাংকের ১৯ লাখ ৪০ হাজার টাকার, প্রাইম ব্যাংকের ৪৮ লাখ টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ১৪ লাখ টাকার এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৪৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস