দর বৃদ্ধির শীর্ষে ফ্যামিলিটেক্স

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৮-২০ ১৬:২৭:৪৯


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে   ফ্যামিলিটেক্স বিডি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারটি ৫০৩ বারে ২৯ লাখ ৭৭ হাজার ২৮১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৫ লাখ ৪৯ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলসের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪৬৪ বারে ৪ লাখ ৪৮ হাজার ৫২১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২০ লাখ ৫৭ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা এসইএমএল আইবিবিএল সরীয়াহ ফান্ডটির ইউনিট দর বেড়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। ইউনিট সর্বশেষ ১০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ৩৪৭ বারে ৯ লাখ ১২ হাজার ৯৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৭ লাখ ৪৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এস.এস. স্টিল লিমিটেডের ৯ দশমিক ৬৫ শতাংশ , অ্যাপলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ৯ দশমিক ২৫ শতাংশ, আর. এন. স্পিনিং মিলস লিমিটেডের ৮ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬ দশমিক ৬০ শতাংশ, শাশা ডেনিমস লিমিটেডের ৬ দশমিক ৪১ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ দশমিক ৬৭ শতাংশ ও জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের ৪ দশমিক ৮৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সান বিডি/এসকেএস