
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর কমেছে ৭ দশমিক ৪২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৮২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২২ বারে ১ হাজার ১১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯২ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ৪৫ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪৮ বারে ৭ হাজার ১৬২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ ১৩ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এসিআই ফরমুলেশনস লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ৯৫ শতাংশ কমেছে। শেয়ার সর্বশেষ ১৫৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ৫৭৯ বারে ৭৪ হাজার ৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ ৯১ হাজার টাকা।
তালিকায় ওঠে আসা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে এসিআই লিমিটেডের ৪ দশমিক ৬১ শতাংশ, দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের ৪ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের ৩ দশমিক ৯৮ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ৪৯ শতাংশ , সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩ দশমিক ৪৬ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের ৩ দশমিক ৪৪ শতাংশ ও ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৩ দশমিক ১২ শতাংশ শেয়ার দর কমেছে।
সান বিডি/এসকেএস