মেয়াদ বেড়েছে সরকারি ৩ ব্যাংকের এমডিদের

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৮-২১ ১১:১৪:১২


রাষ্ট্রয়াত্ব তিন ব্যাংক সোনালী, রূপালী এবং অগ্রণী ব্যাংকের এমডি এবং সিইওর ৩ বছরের জন্য নিয়োগ দিলো। অর্থমন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নিযুক্ত ব্যক্তিরা হলেন সোনালী ব্যাংকের আতাউর রহমান প্রধান, রূপালী ব্যাংকের ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং অগ্রণী ব্যাংকের শামসুল উল ইসলাম।

আতাউর রহমান ১৯৮৪ সালে অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে সোনালী ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। সোনালী ব্যাংকে থাকা অবস্থায় বিভিন্ন গ্রেডে পদোন্নতি পেয়ে সর্বশেষ উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তবে রূপালী ব্যাংকে যোগদানের আগে তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। সোনালী ব্যাংকে চাকরিরত অবস্থায় তিনি বহির্বিশ্বে বাংলাদেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ ব্যাংক সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের প্রধান নির্বাহী হিসেবে তিন বছরের অধিক সময়ে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ৩১ বছরের ব্যাংকিং জীবনে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ এবং স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকসহ মাঠ পর্যায়েও সততা, নিষ্ঠা এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে এম কম ডিগ্রি লাভ করেন। একই সঙ্গে কৃতিত্বের সঙ্গে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন। চাকরি জীবনে আমেরিকা, অষ্ট্রেলিয়া, দুবাই, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া, ভারত এবং থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন বুড়িমারীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। রূপালী ব্যাংকে যোগদান করে আতাউর রহমান প্রধান বলেন, দীর্ঘদিন ব্যাংকিং পেশায় কাজ করছি। সরকার আমাকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দিয়েছে। আমি ব্যাংকের সাফল্যের জন্য কাজ করে যাব। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি ১৯৮৩ সালে সিনিয়র অফিসার পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৩ বছরের পেশাজীবনে তিনি রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজার হিসেবে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম সার্কেলে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ডেপুটি জেনারেল ম্যানেজার থাকাকালে তিনি অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগসহ মাঠপর্যায়েও দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বিকম (অনার্স) এবং ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে বাণিজ্য বিভাগে মেধাতালিকায় ৩য় স্থান অধিকার করেন।

উল্লেখ্য তিনি ১৯৮৭ সালে ব্যাংকিং ডিপ্লোমা পার্ট-২, ডিএআইবিবিতে মেধাতালিকায় ১ম স্থান অধিকার করে গোল্ড মেডেল লাভ করেন। ওবায়েদ উল্লাহ আল মাসুদ তার দীর্ঘ পেশাজীবনে দেশে ও বিদেশে বিভিন্ন সম্মেলনে এবং প্রশিক্ষণে অংশগ্রহণের পাশাপাশি ব্যাংকিং পর্যায়ের বিভিন্ন নীতিনির্ধারণী বৈঠকে অংশগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে ঢাকা জেলার নবাবগঞ্জের ছোট রাজপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুুই পুত্র ও এক কন্যাসন্তানের জনক।

শামসুল উল ইসলাম ১৯৮৪ সালে অগ্রণী ব্যাংকের সিনিয়র ফিন্যাসিয়াল অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে সম্মানসহ স্নাতকত্তোর ডিগ্রী অর্জন করেন। তিনি যুক্তরাষ্ঠ্র, ইংল্যান্ড, অস্টোলিয়া, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে ব্যাংকিং ও ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চতর প্রশিক্ষন ও সেমিনারে অংশ গ্রহন করেন।