
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অধিনায়ক হতে পারেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০২০ সালের আইপিএলে নতুন দু’টি দল অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দুই দলের একটিতে সাকিব অধিনায়ক হতে পারেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকট্রাকার।
খবরে বলা হয়েছে, দুই দলের অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন পাঁচজন। ওই পাঁচজনের তালিকায় রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নতুন দুটি দলে যে দু’জন অধিনায়ক দরকার হবে সেখানে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইয়ন মরগান ও সাকিব আল হাসান এগিয়ে রয়েছেন।