সন্ধানী লাইফ ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২১ ১০:৩৯:৩৬


বে-মেয়াদি অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ডের ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর পুরোটাই নগদ। সম্প্রতি অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফান্ডটির উদ্যোক্তা পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স।

উল্লেখ, ফান্ডটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ট্রাস্টি  বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং কাস্টোডিয়ান হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।