ইউএফটিসিএলের সিইও ও পরিচালক হিসেবে যোগ দিলেন হাসান জাভেদ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২২ ০৯:৩৮:৩২

দেশেরে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সদস্য ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড (ইউএফটিসিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক হিসেবে যোগ দিয়েছেন হাসান জাভেদ চৌধুরী। সম্প্রতি তিনি এ প্রতিষ্ঠানের এ পদে যোগ দিয়েছেন।
ইউএফটিসিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এর আগে তিনি লংকাবাংলা ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০ বছরের ক্যাড়িয়ারে কাজ করেছেন দেশে-বিদেশী আরও কয়েকটি কোম্পানিতে। এর মধ্যে অন্যতম হলো গ্রামীন ফোন,ডিএইচএল, মবিল যমুনা লুব্রিকেন্টসে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে বিবিএ শেষ করেছেন।
এক প্রতিক্রিয়ায় তিনি সান বিডিকে বলেন, তার দীর্ঘ দিনের অভিজ্ঞতা দিয়ে ইউএফটিসিএলকে সামনের দিকে নিয়ে যেতে চান। গড়ে তুলতে চান একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে। সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে চান ইউএফটিসিএলের গ্রাহকদের জন্য।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













