নর্দার্ণ জেনারেলের নাম পরিবর্তনের অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২২ ১০:৪২:৩৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদনে করেছে বীমা নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স ডেভলেপনেমন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির নাম পরিবর্তনে করে নতুন নাম রাখা হয়েছে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। নাম পবির্তনের পর কোম্পানিটি ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যবসা করবে।
কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের অনুমোদনের পর পরিবর্তিত নামে কার্যক্রম শুরু করবে কোম্পানিটি।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













