
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডকে বিদেশী কোম্পানি কেনার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শতভাগ রপ্তানিমুখী ইতালিয়ান মালিকানাধীন ইওএস টেক্সটাইলস মিলস লিমিটেডের ৮০ শতাংশ শেয়ার কিনবে শাশা ডেনিমস । এরই মধ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ থেকে ৩০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাকী টাকা পরিশোধ করা হবে কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লো থেকে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন টাকা পরিশোধ করার অনুমতি দিয়েছে।
শাশা ডেনিমস লিমিটেড ইতালীয় কোম্পানি বার্তো ইজি ইন্ডাস্ট্রিয়া তেসিলে এসআরএলের সিস্টার কনসার্ন ইওএস টেক্সটাইল মিলস লিমিটেডকে ১৫ মিলিয়ন ডলার বা বাংলাদেশী মুদ্রায় ১২০ কোটি টাকায় অধিগ্রহণের জন্য গত বছর সমঝোতা স্মারক ও শেয়ার ক্রয়-বিক্রয় চুক্তি স্বাক্ষর করেছিল।
অধিগ্রহণ শেষে ইওএস টেক্সটাইলের ৪০ শতাংশ শেয়ার তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমসের কাছে আর বাকি ৬০ শতাংশ শেয়ার শাশা স্পিনিংসের কাছে থাকার কথা ছিল। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে ইওএস টেক্সটাইলের আরো ৪০ শতাংশ শেয়ার কিনে নেবে তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমস।
এর ফলে কোম্পানিটির কাছে ইওএস টেক্সটাইলের মোট শেয়ার ৮০ শতাংশে দাঁড়াবে। বাকি ২০ শতাংশ শেয়ার থাকবে তালিকাবহির্ভূত কোম্পানি শাশা স্পিনিংসের কাছে। ১২ মিলিয়ন ডলার বা ৯৬ কোটি টাকায় ৮০ শতাংশ শেয়ার কিনবে শাশা ডেনিমস। এজন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) তহবিল থেকে ৩০ কোটি টাকা দিয়েছে কোম্পানিটি। অবশিষ্ট ৬৬ কোটি টাকা কোম্পানির নগদ প্রবাদ থেকে বিনিয়োগ করা হবে।
সান বিডি/এসকেএস