
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই ফান্ডের ইউনিট দর ৬ দশমিক ৬১ শতাংশ কমেছে। ইউনিটটি সর্বশেষ ২২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৭৮৭ বারে ৩২ হাজার ৬৪০টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ লাখ ৩৮ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হাক্কানি পাল্প অ্যান্ড পেপারস মিলসের দর ৩ দশমিক ৭৭ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৫৯ বারে ৭০ হাজার ৮৩৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪২ লাখ ১৭ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা গোল্ডেন সন লিমিটেডের দর আগের ৩ দশমিক ৭৫ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ৭৮ বারে ১০ লাখ ৩৯ হাজার ৯৫৬টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৮ লাখ ২২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লিব্রা ইনফিউশনস লিমিটেডের ৩ দশমিক ৪২ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩ দশমিক ৩০ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ৩ দশমিক ১২ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২ দশমিক ৮৫ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ৭০ শতাংশ, সায়হাম টেক্সটাইলসের ২ দশমিক ৩২ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২ দশমিক ২২ শতাংশ শেয়ার দর কমেছে।
সান বিডি/এসকেএস