
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ২৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারটি ৩ হাজার ৬২১ বারে ৯০ লাখ ৯৮ হাজার ৪৫৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৯৩ লাখ ২৩ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা আর.এন. স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৮১০ বারে ৯২ লাখ ৭৪ হাজার ৯৪২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৪৪ লাখ ৯৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সট ফেশনস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৫১ শতাংশ। শেয়ার সর্বশেষ ৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ২৮ বারে ৬৩ লাখ ৫১ হাজার ২৭১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২১ লাখ ৩৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফ্যামিলিটেক্স বিডি লিমিটেডের ৮ দশমিক ৩৩ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৬ দশমিক ৮১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের ৬ দশমিক ৪৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫ দশমিক ৮০ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৫ দশমিক ৬৮ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৫৬ শতাংশ এবং ফাস ফাইন্যান্সের শেয়ার দর ৫ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে।
সান বিডি/এসকেএস