সাপ্তাহিক দর পতনের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২৪ ১০:৪৭:২১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির দর কমেছে ৮ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি সর্বমোট ৪৮ লাখ ১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ লাখ ৬০ হাজার ২০০ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডটির দর কমেছে ৮ দশমিক ৮৭ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ২২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি সর্বমোট ৩ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭০ লাখ ৯১ হাজার ৬০০ টাকা।

তৃতীয় স্থানে থাকা ভিএফএস থ্রেডের দর কমেছে ৮ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩৬ টাকা দরে লেনদেন হয়।  কোম্পানিটি সর্বমোট ১৮ কোটি ৭২ লাখ ৬২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট ফাইন্যান্সের ৭ দশমিক ৬৯ শতাংশ, অ্যাপেক্স ট্যানারির ৭ দশমিক ৩৯ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ৭ দশমিক ২৫ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৭ দশমিক ১১ শতাংশ, বিচ হ্যাচারির ৭ দশমিক শূন্য ৫ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৬ দশমিক ৯৯ শতাংশ এবং আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬ দশমিক ৮৫ শতাংশ দাম কমেছে।

সান বিডি/এসকেএস