ভারতে পেঁয়াজের দাম বাড়ায় তার প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। কয়েক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। আমদানি করা পেঁয়াজের দাম বৃদ্ধি ও মৌসুমের শেষ দিকে এসে সরবরাহ কমায় সামগ্রিকভাবে এর বাজার চড়া বলে জানান ব্যবসায়ীরা।
পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, ‘দেশি পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কম। এখন ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা মণে আমাদেরই কিনতে হচ্ছে। অথচ ঈদের আগে এর দাম ছিল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা মণ।
এ ছাড়া আগে এক বস্তা পেঁয়াজ আনাতে ৮০ টাকা খরচ হতো, এখন ১০০ টাকা লাগে। এসব কারণেই দাম বেড়েছে।’ আরেক বিক্রেতা সেলিম রহমান বলেন, ‘হঠাৎ করেই আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে অন্তত ১০ থেকে ১২ টাকা। আর এর প্রভাবে দেশি পেঁয়াজের দামও বেড়েছে।’
দুই সপ্তাহ আগে দেশি পেঁয়াজ ৩৬ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে ৫৫ থেকে ৬০ টাকা। আর ভারতীয় পেঁয়াজ ৪৬ টাকায় বিক্রি হচ্ছে, যা ছিল ২৮ থেকে ৩০ টাকা কেজি।