শুভ জন্মদিন রুনা লায়লা

প্রকাশ: ২০১৫-১১-১৭ ১৬:৫০:৩৬


RUNA-LAILAউপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ মঙ্গলবার। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। সেখানেই তিনি মেয়ে তানি লায়লা ও দুই নাতিকে নিয়ে ঘরোয়াভাবে জন্মদিন পালন করবেন।

জন্মদিনের আগের দিন থেকেই ৬৩ বছর বয়সী এই সংগীত তারকা অসংখ্য ভক্ত, প্রিয়জন ও গুণগ্রাহীর শুভেচ্ছায় ভাসছেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী অজস্র গানে কণ্ঠ দিয়েছেন। তিনি মাত্র ছয় বছর বয়সে গান গাওয়া শুরু করেন। তবে পেশাদারিভাবে সংগীত জগতে তিনি প্রবেশ করেন ১৯৬৫ সালে। চলতি বছরেই এই গুণী কণ্ঠশিল্পী সংগীতজীবনে ৫০ বছর অতিক্রম করেছেন।

রুনা লায়লার কণ্ঠ দেওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো-‘যখন থামবে কোলাহল’, ‘বন্ধু তিন দিন তোর’, ‘মেরা বাবু ছৈল ছাবিলা’, ‘হ্যালো হ্যায়’, ‘সাধের লাউ বানাইল মোরে’, ‘এই বৃষ্টি ভেজা রাতে’।

তিনি ছিলেন প্রখ্যাত সংগীত গুরু আবদুল কাদের ও হাবিব উদ্দিনের শিষ্য। বড় বোন দিনা লায়লার গান শুনেই তিনি অনুপ্রাণিত হন । পরে মা-বাবার আগ্রহে বোনের সঙ্গে গান শিখতে শুরু করেন রুনা লায়লা।

বাংলা ছাড়াও প্রায় ১৭ ভাষায় রুনা লায়লা গান গেয়েছেন। বাংলা, হিন্দি, ইংরেজিতে সমান পারদর্শিতার পাশাপাশি  তিনি পাঞ্জাবি, আরবি, উর্দু, সিন্ধি, ফ্রেঞ্চ, পশতু, বেলুচি, পারসিয়ান, মালয়, জাপানি, ইতালিয়ান ভাষায় গান গেয়েও দক্ষতার পরিচয় দেন।

সানবিডি/ঢাকা/এসএস