সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ফ্যামিলি টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২৪ ১২:০৭:২৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফ্যামিলি টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির দর বেড়েছে ৩০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ২৬ লাখ ১৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৫ লাখ ২২ হাজার ৬০০ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সটের দর বেড়েছে ২৭ দশমিক ৫০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭ কোটি ৮৫ লাখ ৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৫৭ লাখ ১ হাজার ৬০০ টাকা।

তৃতীয় স্থানে থাকা  অ্যাপোলো ইস্পাতের দর বেড়েছে ২৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৮৫ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ২০০ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিকের ২০ দশমিক ৭০ শতাংশ, এস এস স্টিলের ১৯ দশমিক ১৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৭ দশমিক ৯৪ শতাংশ, এসইএমএল আবিবিএল শরিয়াহ ফান্ডের ১৭ দশমিক ৪৪ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৬ দশমিক ৫৫ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ১৫ দশমিক ৫০ শতাংশ ও আর এন স্পিনিং মিলসের ১৫ দশমিক ৩৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সান বিডি/এসকেএস