সারাদেশে ডেঙ্গু-আতঙ্ক ছড়িয়ে পড়ায় জ্বর নিয়ে বা জ্বর ছাড়াই অনেকে হাসপাতালে যাচ্ছেন। তবে ডেঙ্গু পরীক্ষা নিয়ে আপনাকে যেন কোনো বিপাকে পড়তে না হয়; তার জন্য ডেঙ্গুর পরীক্ষার ব্যাপারে জানা প্রয়োজন।
আসুন জেনে নেই ডেঙ্গুর পরীক্ষা কখন করাবেন।
১. জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিন। পরীক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে রোগীর লক্ষণ, উপসর্গ, শারীরিক পরীক্ষার তথ্য-উপাত্ত।
২. ডেঙ্গু জ্বরের প্রথম দিন থেকে পরবর্তী ১০ দিন পর্যন্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ফলাফল ভিন্ন হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।
৩. এনএস১ নেগেটিভ হলেই যে ডেঙ্গু হয়নি, তা শতভাগ নিশ্চিত করে বলা কঠিন। লক্ষণ, উপসর্গ ও অন্যান্য পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। তবে জেনে রাখুন এনএস১ পরীক্ষা প্রথমে পজিটিভ এবং দু-এক দিন পর নেগেটিভ হয়ে যাওয়া বিচিত্র নয়।
৪. ডেঙ্গুর অ্যান্টিজেন বা অ্যান্টিবডির সঙ্গে অন্যান্য অনেক পরীক্ষা আছে, যা গুরুত্বপূর্ণ। যেমন শ্বেতরক্তকণিকা, হিমাটোক্রিট, অণুচক্রিকা, রক্তের অ্যালবুমিন, যকৃতের এনজাইম এসজিপিটি । শুধু অ্যান্টিজেন টেস্ট করালে এসব গুরুত্বপূর্ণ তথ্য অজানাই থেকে যেতে পারে