ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার তালিকায় উঠে এসেছে প্রকৌশল খাতের কোম্পানি। আজ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ২টি রয়েছে প্রকৌশল খাতের। কোম্পানি ২টি হচ্ছে- কাশেম ড্রাইসেলস ও ইফাদ অটোস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার কাশেম ড্রাইসেলস লুজারের সপ্তম স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর কমেছে ৩ টাকা ১ পয়সা বা ৩ দশমিক ৩৪ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৮৯ টাকা ৮০ পয়সা দরে। আজ কোম্পানির ১০ লাখ ৪১ হাজার ৪৬৬টি শেয়ার ১ হাজার ৮৪৫ বারে লেনদেন হয়।
এ খাতের দশম স্থানে থাকা ইফাদ অটোস লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ২ পয়সা বা ৩ দশমিক ০৯ শতাংশ কমেছে। আজ শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১০০ টাকা ৫০ পয়সা দরে। এদিন কোম্পানির ১৭ লাখ ৯ হাজার ৫৫০টি শেয়ার ৩ হাজার ৪২৬ বারে লেনদেন হয়।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জাহিন স্পিনিং লিমিটেড, রহিমা ফুড, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডস এবং পিপলস লিজিং।