খুঁজে নিন এক্সিম ব্যাংকের এটিম বুথ
:: আপডেট: ২০১৯-০৮-২৫ ১৬:৪৩:১৫

এক্সিম ব্যাংক লিমিটেডের সারা বাংলাদেশে ৬৪ এটিএম বুথ রয়েছে। আপনি হঠাৎ কোথাও বসে ফিল করছেন আপনার পকেটের ক্যাশ টাকা ফুরিয়ে গেছে। কিন্তু আপনার কাছে এক্সিম ব্যাংকের একটি এটিএম কার্ড আছে, কিন্তু আপনি জানেন না কোথায় আছে এই ব্যাংকের এটিএম বুথ। তাহলে আপনি এই নিউজের নিচের দিকে একটা লিঙ্ক শেয়ার করা আছে। সেখানে প্রবেশ করে জানতে পারবেন কোথায় এই ব্যাংকের শাখা আছে। তবে জানতে পারবেন এই ব্যাকের বুথের নাম, অবস্থান। লোকেশন জানতে ক্লিক করুন
সানবিডি/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













