
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯ টি কোম্পানির লেনদেন হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৪২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি প্যারামাউন্ট টেক্সটাইলের মোট ১ কোটি ৪১ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৭১ লাখ ২৫ হাজার, ফু ওয়াং ফুডের ৬৯ লাখ ৫০ হাজার, অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৮ লাখ ৭ হাজার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৫ লাখ ৭ হাজার, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৫ লাখ ১ হাজার, ফার্মা এইডসের ৫ লাখ ৩০ হাজার, রেনউইক যজ্ঞেশ্বরের ৮ লাখ ৩ হাজার ও এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৮ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস