
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭টি কোম্পানির ২৪ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৬৯ লাখ ৫০ হাজারর ২৫০টি শেয়ার ২৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৪ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৪ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্ল্যাক্সোস্মিথক্লাইনের।
এছাড়া মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৪ লাখ টাকার, মুন্নু সিরামিকের ৬ লাখ ৪৫ হাজার টাকার, ফনিক্স ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৮৪ হাজার টাকার এবং শেফার্ডের ১১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস