দর পতনের শীর্ষে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২৬ ১৬:৪৮:২২

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর ৯ দশমিক ৮০ শতাংশ কমেছে। ইউনিটটি সর্বশেষ ১৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৯০৭ বারে ৫ লাখ ১০ হাজার ৭৪১টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৯৫ লাখ ৯৫ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডাক্কা ডাইং অ্যান্ড মেন্যুফেকচারিং লিমিটেডের শেয়ার দর ৯ দশমিক ৭৫ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১১০ বারে ১ লাখ ১৬ হাজার ৯৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ ৩৫ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯ দশমিক ৭২ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৮৮৯ বারে ১২ লাখ ১৪ হাজার ২০টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার টাকা।
তালিকায় ওঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে তাল্লু স্পিনিংয়ের ৯ দশমিক ৬১ শতাংশ, ইউনাইটেড এয়ারের ৯ দশমিক ০৯ শতাংশ, টুং হেই নিটিং অ্যান্ড লিমিটেডের ৮ দশমিক ৫৭ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ৩৩ শতাংশ, বেক্সিমকো সিনথেটিকসের ৮ দশমিক ৩৩ শতাংশ, কেয়া কসমেটিকস লিমিটেডের ৮ দশমিক ১৬ শতাংশ ও অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ৭ দশমিক ৯৩ শতাংশ শেয়ার দর কমেছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












