পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ বাড়লো ১১ সেপ্টেম্বর পর্যন্ত
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২৭ ১১:১১:৪৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ার লেনদেন আরো ১৫ দিন বন্ধে সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে আগামী ২৮ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ ১৫ দিন বাড়িয়ে ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত করা হয়।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













