
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসএস স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারটি ২ হাজার ৫৮৯ বারে ৩০ লাখ ৮১ হাজার ৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৪২ লাখ ৯৮ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ওয়াটা কেমিক্যালসের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৫৬ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২ হাজার ৩৪৮ বারে ১ লাখ ৫০ হাজার ৪৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৯ লাখ ৬৯ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৭২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫০৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৮৯৮ বারে ৩৪ হাজার ৪৯৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ ১৫ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্টাইলক্র্যাফট লিমিটেডের ৬ দশমিক ২৮ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ৬ দশমিক ২৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৬ দশমিক ০৮ শতাংশ, গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেডের ৫ দশমিক ৮৫ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের ৫ দশমিক ৬৯ শতাংশ, ফার্মা এইডসের ৫ দশমিক ২০ শতাংশও ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ দশমিক ০৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সান বিডি/এসকেএস