খালেদাকে নিয়ে ঐক্য সম্ভব নয়

প্রকাশ: ২০১৫-১১-১৭ ১৯:৩০:৪৮


Inuজঙ্গিবাদের মদদদাতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে ঐক্য সম্ভব নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার বিকেল ৫টায় কুষ্টিয়ার মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাসদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘যখন সামরিক শাসন জারি হয় এবং কোনো নির্বাচন দেয়া সম্ভব হয় না, তখন সর্বদলীয় ঐক্যের ডাক দেয়া হয়। দেশে এখন তেমন কোনো পরিবেশ হয়নি যে সর্বদলীয় ঐক্যের ডাক দিতে হবে।’

তিনি বলেন, ‘মুসলিম দেশে ধর্মের নামে রাজনীতি সকল অশান্তির কারন। জাসদ অশান্তির বিষ দাঁত ভেঙে দেবে। জঙ্গি দমনে শেখ হাসিনার পাশে থাকবে জাসদ। মহাজোটের নাম ভাঙিয়ে দুর্নীতি দলবাজি করতে দেব না। এলাকার উন্নয়নের জন্য যেমন শান্তি দরকার তেমনি দেশের উন্নয়নের জন্য জাতীয় পর্যায়ে শান্তি দরকার।’

বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা করে জাসদ সভাপতি বলেন, ‘সংলাপ হয় মানুষের সঙ্গে মানুষের। মানুষের সঙ্গে আগুন সন্ত্রাসীদের কোনো সংলাপ হতে পারে না। বিএনপি জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে আগুন সন্ত্রাসীর দলে পরিণত হয়েছে। যারা সংলাপের কথা বলছেন তারা আগে যুদ্ধাপরাধীর বিচারের কথা বলেন, আগুন সন্ত্রাসীদের কথা বলেন, জাঙ্গিবাদের কথা বলেন। পরে নির্বাচনী সংলাপের কথা বলবেন।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম মিরপুর এলাকার রাস্তাঘাট নির্মাণ করবো। প্রতিটি এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেব।  আমরা সেসব কাজ করতে পেরেছি। এভাবেই মিরপুরের প্রত্যেক বাড়িতে বিদ্যুতের আলো দেব এবং প্রতিটি এলাকার রাস্তাঘাট নির্মাণ করবো।’

উপজেলা জাসদের সভাপতি মোহাম্মদ শরীফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লুৎফা তাহের এমপি, মন্ত্রীর সহধর্মীনি আফরোজা হক রীনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আবদুল্লাহ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।