মতিঝিল থানায় ডিএসইর জিডি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২৭ ২১:৪০:১১


বিক্ষোভ ও মানববন্ধনের নামে দেশের পুজিঁবাজারের ভাবমূর্তি ক্ষুন্ন করার কারনে বাংলাদেশ পুজিঁবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিরুদ্ধে মতিঝিল থানায় সাধারন ডায়রী (জিডি) করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। জিডিতে পুজিঁবাজারের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে করণীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) মতিঝিল থানার অফিসার ইনচার্জ বরাবর এই জিডি করা হয়েছে। ডিএসইর সিনিয়র এক্সিকিউটিভ মামুন উর রশিদ সাক্ষরিত চিঠিতে এই জিডি করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ২৭ আগস্ট আনুমানিক ২টা থেকে ৩টা পর্যন্ত বাংলাদেশ পুজিঁবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ৯-১০ জন লোক ডিএসইর সামনে মাইকসহ বিক্ষোভ করে। যাতে ডিএসইর সদস্যসহ কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত ও অফিসের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় ব্যঘাত ঘটে। এরা বেশ কিছুদিন যাবত এ বিক্ষোভ করে আসছে। এছাড়া শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে সম্মানহানিকর মন্তব্য করছে।

জিডিতে আরও বলা হয়েছে, বিনিয়োগকারীদের এ ধরনের কার্যকলাপ দেশী-বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া বহির্বিশ্বে বাংলাদেশ পুজিঁবাজারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। ফলে বিদেশীরা বাংলাদেশের পুজিঁবাজারে বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছে।

ডিএসই একটি প্রাচীন ও বহৎ পুঁজিবাজার। এটি জাতীয় এবং জনস্বার্থমূলক প্রতিষ্ঠান হিসাবে পুজিঁবাজার সংশ্লিষ্ট কার্যক্রম করতে ডিএসইর সামনে প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন ঘটে। বিষয়টি বিবেচনা করে পুজিঁবাজারের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে মতিঝিল থানার অফিসার ইনচার্জকে করণীয় ব্যবস্থা নেওয়ার জন্য জিডিতে অনুরোধ করা হয়েছে।