
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এ দিন কোম্পানির ২৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা ন্যাশনাল টিউবসের ১৯ কোটি ৭৫ লাখ টাকার।
১৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে মুন্নু সিরামিক।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওয়াটা কেমিকেল, মুন্নু জুট স্টাফলার্স, জেএমআই সিরিঞ্জ, গ্লোবাল ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা, বৃটিশ আমেরিকান ট্যোবাকো এবং বিকন ফার্মা।
সান বিডি/এসকেএস