
আইফোন বাজারে আসতে এখনো কয়েক সপ্তাহ বাকি আছে। এর আগেই বাজারে এসেছে আইফোন প্রোয়ের ফোন কেইস।নতুন আইফোনগুলোর ডিজাইন কেমন হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
কিন্তু ফাঁস হওয়া রেন্ডার ছবিতে বেশ কয়েক বারই ফোনটির পেছনের ডিজাইন সম্পর্কে ধারণা মিলেছে। এই সুযোগকে কাজে লাগিয়েছে ফোনের কেইস নির্মাতা কোম্পানি টোটালি।নিজেদের ওয়েবসাইটে আইফোন ১১, আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্সের কেইস বিক্রি করছে তারা। পাঁচটি রঙে কেইসগুলো পাওয়া যাবে ২৯ ডলারে।টোটালির দাবি, একেবারে অন্ধকারে তীর ছোড়েনি তারা।
তারা নিশ্চিত, যে এই ডিজাইনেই আসবে আইফোনগুলো। আত্মবিশ্বাসের সঙ্গেই তারা ঘোষণা দিয়েছে, ফোন কেইসগুলো আইফোনে না আটলে ক্রেতারা অর্থ ফেরত পাবেন।প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৩ সাল থেকেই তারা আইফোনের কেইস বানাচ্ছে।
প্রতিবার আইফোন উন্মোচন হওয়ার আগেই তারা ফোন কেইসগুলো বিক্রি শুরু করে। এবারও তারা আগেভাগেই প্রস্তুত।আগামী ১০ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন উন্মোচন করবে টেক জায়ান্ট অ্যাপল।
সানবিডি/ঢাকা/এসএস