ন্যাশনাল পলিমারের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-৩১ ১১:১৬:০১


পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমারের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ১আর:১ অর্থাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। রাইট শেয়ারের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়াবে।

শেয়াহোল্ডারদের এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) আগামী ১৫ অক্টোবর, বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এসংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ সেপ্টেম্বর।

সান বিডি/এসকেএস