
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণ ও অনুমোদিত মূলধন বাড়াতে প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে পরিবর্তন এনে ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি (আইটি), সফটওয়্যার, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), ই-ওয়ালেট, ই-গভার্নেন্স, ই-কমার্স, ই-কার্ড, কল সেন্টার, আইসিটি সম্পৃক্ত ব্যবসা এবং কন্ট্রাকটর, কনসালটেন্ট, এজেন্ট, ইন্ডেন্টর, সেক্রেটারিয়ার্স ও ম্যানেজিং এজেন্ট’র কাজ করবে। মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে ৫ নম্বর ক্লসে এগুলো যুক্ত করা হবে। একইসঙ্গে মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে ৭ নম্বর ক্লসে এলজিজি ও এলএনজি যুক্ত করে প্রতিষ্ঠানটি সব ধরণের পেট্রোলিয়াম, এলপিজি, এলএনজি, ওয়েল’র ব্যবসা করবে। মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে ১০ নম্বর ক্লসে ইলেকট্রিক্যাল ও সোলার পাওয়ার যুক্ত করে কোম্পানিটি সব ধরণের ইলেকট্রনিক পণ্য, ফোন ব্যাটারি, পাওয়ার প্লান্ট, সোলার ও সোলার সম্পৃক্ত পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, বিতরণ ও সর্ভিসিং করবে।
এসব ব্যবসার পাশাপাশি কোম্পানিটি পিভিসি পাইপ ও প্লাস্টিক পণ্যের ব্যবসা করবে বলেও ঘোষণা দিয়েছে। মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে ১১ নম্বর ক্লসের মাধমে প্রতিষ্ঠানটি প্লাস্টিক পণ্য, পিভিসি পাইপ ও ফিটিং, পিভিসি ফ্লেম, বাটন, গার্মেন্টস ও টেক্সটাইল এক্সসরিজ, প্লাস্টিক টিউবস, বোতল, গৃহসামগ্রী, পিপি ওভেন ও নন-ওভেন ব্যাগ, সকল ধরনের কলম ও পেনন্সিল, স্যালাইন প্যাকেট, ইনজেকশন সিরিঞ্জ, অ্যালুমেনিয়াম ফুয়েল পেপার’র ব্যবসা করবে।
এদিকে, ব্যবসা সম্প্রসারণের এসব সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি কোম্পানিটির পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়ি ১৫০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন নিয়ে ৫ কোটি
প্রেফারেন্স শেয়ার ছেড়ে ৫০ কোটি টাকা সংগ্রহ করা হবে। এ জন্য আগামী ৫ নভেম্বর অতিরিক্ত সাধারণ সভার (ইজিএম) আহ্বান করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকেই সুহৃদ ইন্ডাস্ট্রিজ ধুঁকছে। তালিকাভুক্তির পর পরই কোম্পানিটির পরিচালকদের দ্বন্দ্বে বিনিয়োগকারীরা ভালো লভ্যাংশ পাওয়া থেকেও বঞ্চিত হন। তালিকাভুক্তির বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিলেও পরের তিন বছর কোনো লভ্যাংশ দেয়নি। তবে ২০১৮ সালে হঠাৎ করে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের আবার ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। এদিকে কোম্পানিটির মাত্র ৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে।
সান বিডি/এসকেএস