দেড় মাসের মধ্যে সর্বনিম্নে ডিএসইর সূচক, বেড়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০২ ১৫:১৭:১৪

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমে দেড় মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। সূচকের সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০৩৫ পয়েন্টে। ডিএসইতে সূচক কমে ১ মাস ১০ দিন বা ২৫ কার্যদিবসের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে। এর আগে চলতি বছরের ২২ জুলাই ডিএসইর এই সূচক আজকের চেয়েও নিচে অবস্থান করছিল। ওই দিন ডিএসইএক্স অবস্থান করছিল ৪৯৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৭৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, দর কমেছে ২১০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
এদিন ডিএসইতে ৪৪২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১০ কোটি ৫০ লাখ টাকা বেশি। আগে দিন লেনদেন হয়েছি ৩৩২ কোটি ৪০ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪০৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। আজ সিএসইতে ১৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












