দর পতনের শীর্ষে জিল বাংলা সুগার মিলস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০২ ১৭:১৬:৫২


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  কোম্পানির শেয়ার দর ৮ দশমিক ৭৯ শতাংশ কমেছে। শেয়ার সর্বশেষ ৩০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১২ বারে ৫০০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের শেয়ার দর ৮ দশমিক ৫৭ শতাংশ  কমেছে। শেয়ার সর্বশেষ ৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১৬২ বারে ৮ লাখ ৫৬ হাজার ৮০৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৮ দশমিক ৫৫ শতাংশ  কমেছে। শেয়ার সর্বশেষ ২১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৭২৫ বারে ১৩ লাখ ২৩ হাজার ৬৭০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৮ লাখ ৯৮ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের ৮ দশমিক ৫১ শতাংশ   , ন্যাশনাল পলিমারের ৭ দশমিক ৪১ শতাংশ , সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ২২ শতাংশ , টুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের ৬ দশমিক ২৫ শতাংশ , বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬ দশমিক ২০ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ৭৩ শতাংশ ও সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৬৩ শতাংশ শেয়ার দর কমেছে ।

সান বিডি/এসকেএস