
২০১৯- ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাছাই পর্বের খেলা চলছে স্কটল্যান্ডে। সেখানে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলের এ সাফল্যে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি মহিলা ক্রিকেট দল ও বর্হিবিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। আমি তাদের সার্বিক সাফল্য কামনা করি। আমি আশা করছি, ভবিষ্যতে ও জয়ের এ ধারা অব্যাহত থাকবে।