থাকছে না লাইক কাউন্টিং
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৩ ১৫:৪০:১৪

ফেইসবুক পোস্টে লাইক না পেলে অনেকেরই মন খারাপ হয়। বিষয়টি মানসিক স্বাস্থ্যের ওপরেও প্রভাব ফেলে।তাই লাইক গুণে আনন্দিত হওয়া বা হতাশায় ভোগার প্রথা ভাঙতে যাচ্ছে ফেইসবুক।
লাইকের সংখ্যা দেখানো বন্ধ করতে ফেইসবুকে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো শুরু করেছে।হংকংয়ের প্রযুক্তি বিষয়ক ব্লগ লেখিকা জেন মানচুং ওং সর্বপ্রথম ফেইসবুকের লাইক হাইড করার পরিকল্পনাটি নজরে আনেন।
নিজের ব্লগ পোস্টে লেখেন, ফেইসবুক লাইকের সংখ্যা লুকিয়ে রাখতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।পরে ফেইসবুক নিজেই স্বীকার করে ইনস্টাগ্রামের মতো ফেইসবুকেও তারা লাইক হাইড করতে চায়।যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তবে লাইকের সংখ্যাটা শুধু দেখা যাবে না। কে লাইক দিলো বা রিঅ্যাকশন দিলো তা ঠিকই দেখা যাবে।
লাইকের সংখ্যা জানতে হলে নিজ দায়িত্বে তা গুনে নিতে হবে।তবে এর প্রভাব পোস্টের কমেন্ট থাকা লাইকের উপর পড়বে না। কোন কমেন্টে কতো লাইক পড়লো তা দেখানো বহাল রাখবে ফেইসবুক।পোস্টে কতো লাইক পড়লো তা নিয়ে অনেকেই মানসিক চাপে থাকেন। এই চাপ সরাতে গত আগস্টে লাইকের সংখ্যা লুকাতে ইনস্টাগ্রামে পরীক্ষা নিরীক্ষা শুরু করে ফেইসবুক।ফেইসবুক কবে থেকে লাইকের সংখ্যা লুকিয়ে রাখতে শুরু করবে তা এখনো জানা যায়নি।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













