ইউসিবি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক কেস ফাইন পরিশোধ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৪ ১৮:২৪:১২

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং নারায়নগঞ্জ জেলা পুলিশের মধ্যে ইউক্যাশের মাধ্যমে ট্রাফিক কেস ফাইন পরিশোধ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর
সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি)মধ্যে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে ট্রাফিক কেস ফাইন পরিশোধ সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইউসিবি’র মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ইউক্যাশ এর নিকটস্থ যেকোন এজেন্ট পয়েন্ট বা ব্যক্তিগত ইউক্যাশ একাউন্টের মাধ্যমে অতি সহজেই ট্রাফিক কেসের ফাইন পরিশোধ করা যাবে।
ইউসিবি’র এসইভিপি ও হেড অব মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস জনাব এ টি এম তাহমিদুজ্জামান এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহম্মদ শওকত জামিল ও ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহম্মদ শওকত জামিল ও ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এর উপস্থিতিতে ইউসিবি’র মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ইউক্যাশ এর মাধ্যমে ট্রাফিক কেস ফাইন পরিশোধ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) এবং ইউসিবি’র এসইভিপি ও হেড অব মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস জনাব এ টি এম তাহমিদুজ্জামান।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













