টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৫ ১০:১৯:০৬

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টের টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।
চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের জন্য সৌভাগ্যের ভেন্যু। এ কারণেই আফগানদের বিপক্ষে এই টেস্টের জন্য চট্টগ্রামকেই বেছে নেয়া হয়। তবে প্রতিপক্ষ অচেনা আফগানিস্তানম যারা মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশের বিপক্ষে, তাদের বিপক্ষে সাকিব আল হাসানের দল কেমন করে সেটাই দেখার বিষয়।
মোসাদ্দেক হোসেন সৈকতকে ধরলে বাংলাদেশ খেলতে নেমেছে ৫জন স্পিনার নিয়েই। মাহমুদউল্লাহ রিয়াদকে ধরলে ৬ জন স্পিনার। পেস বোলিংয়ে ঠেকার কাজটা চালিয়ে নিতে পারবেন সৌম্য সরকার।
অন্যদিকে আফগানিস্তান নেমেছে চারজন স্পিনার নিয়ে। রশিদ খান তো রয়েছেনই। সঙ্গে আছেন মোহাম্মদ নবি, তরুণ স্পিনার কায়েস আহমেদ এবং জহির খান। এছাড়া একমাত্র পেসার হিসেবে রয়েছেন ইয়ামিত আহমদজাই। তিনজনের অভিষেক করিয়েছে আফগানরা। কায়েস আহমেদ, জহির খান এবং ইবরাহিম জাদরান।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান।
আফগানিস্তান একাদশ: ইহসানুল্লাহ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, আফসার জাজাই (উইকেটরক্ষক), রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমদজাই, কায়েস আহমেদ, জহির খান।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












