
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৬২ বারে ৪৯ হাজার ৭৪টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ ২৩ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৫ দশমিক ০৮ শতাংশ কমেছে । ইউনিট সর্বশেষ ৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ৭০ বারে ১ লাখ ৮৯ হাজার ৭২১টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ ৮৩ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ৪৯ শতাংশ কমেছে। শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৯ বারে ১ হাজার ২২০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৯ হাজার টাকা।
তালিকায় ওঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে কপারটেক লিমিটেড ৪ দশমিক ৩৭ শতাংশ, জুট স্পিনার্স লিমিটেডের ৩ দশমিক ৪৮ শতাংশ, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পার ৩ দশমিক ৩১ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিয়ালের ৩ দশমিক ১৯ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ২ দশমিক ৯১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ২দশমিক ৮৫ শতাংশও জেমিনি সী ফুড লিমিটেডের ২ দশমিক ৭৮ শতাংশ কমেছে।
সান বিডি/এসকেএস