দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল টিউবস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৮ ১৫:৫৯:০৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। শেয়ার সর্বশেষ ১৪১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। কোম্পানিটি ৩ হাজার ৩০৮ বারে ২৩ লাখ ২৮ হাজার ৮২৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ কোটি ৬১ লাখ ৯৪ হাজার টাকা।
দ্বিতীয় স্থানেথাকা ন্যাশনাল হাইজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ। শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। কোম্পানিটি ১ হাজার ২১৬ বারে ১০ লাখ ১৮ হাজার ১১৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৪ লাখ ৭১ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ১৪ শতাংশ। শেয়ার সর্বশেষ ১১৯ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২ হাজার ২২২ বারে ৬ লাখ ৬৪ হাজার ৮৭৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অ্যাপেলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ৫ দশমিক ৩৫ শতাংশ , জিএসপি ফাইন্যান্সের ৫ দশমিক ০৭ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ৪ দশমিক ৭৩ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৪ দশমিক ৪৬ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৩৪ শতাংশ, উসমানিয়া গ্লাস সীট লিমিটেডের ৪ দশমিক ১২ শতাংশ, ও এটলাস বাংলাদেশ লিমিটেডের ৪ দশমিক ০৬ শতাংশ শেয়ার দর বেড়েছে ।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













