দর পতনের শীর্ষে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৮ ১৬:১৬:৪৪

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই ফান্ডের ইউনিট দর ৭ দশমিক ৩৫ শতাংশ কমেছে। ইউনিট সর্বশেষ ৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ৪২৫ বারে ১৭ লাখ ৬৬ হাজার ২১৯টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের শেয়ার দর ৭ দশমিক ৩৩ শতাংশ কমেছে। ইউনিট সর্বশেষ ২৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৬৬৯ বারে ১৩ লাখ ৪৭ হাজার ২৪৫টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা কে অ্যান্ড কিউ লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। শেয়ার সর্বশেষ ২২৩ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ২০৭ বারে ১ লাখ ৯৬ হাজার ১৬৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৪ লাখ ৯১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ঢাকা ইন্স্যুরেনন্সের ৫ দশমিক ৬৩ শতাংশ, সাভার রিফ্রেক্টরিস লিমিটেডের ৫ দশমিক ৫৭ শতাংশ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের ৫ দশমিক ২৯ শতাংশ, নর্দার্ন জুট মেন্যুফেকচারিং কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ২১ শতাংশ, এরামিট সিমেন্ট লিমিটেডের ৫ দশমিক ০২ শতাংশ, দ্য ডাক্কা ডাইং অ্যান্ড মেন্যুফেকচারিং কোম্পানি লিমিটেডের ৫ শতাংশ ও দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের ৪ দশমিক ৮৪ শতাংশ শেয়ার দর কমেছে ।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













