ফুলতলার আলকা মিলনী স্কুলে ঈদ পুনর্মিলনী বিজ্ঞান ভবনের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আপডেট: ২০১৫-০৯-২৬ ১৮:১৩:০০
খুলনার ফুলতলার আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে স্কুল অডিটরিয়ামে ঈদ পুনর্মিলনী, বিজ্ঞান ভবন উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ভবনের উদ্বোধক আইয়ান জুট মিলের ব্যবস্থাপক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফেরদৌস আহম্মদ ভুঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ আবুসালেহ সেকেন্দার, ফুলতলা রিপোর্টার্স ক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, প্রধান শিক্ষক মোশারফ হোসেন মোড়ল, ডাঃ কৃষ্ণপদ সুর, ডাঃ বিমল কুমার দাস। বিদ্যালয়ের অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়। শিক্ষক জুবাইদা খানম ও শ্যামাপদ মন্ডলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রাক্তন ছাত্র ফুলতলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, ডাক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ডাঃ খলিলুর রহমান, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম জমাদ্দার, ডাঃ সেকেন্দার আবু জাফর, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ জমাদ্দার, খুলনা মডেল স্কুলের শিক্ষক লোকমান হোসেন, এসআই কামরুল ইসলাম মোল্যা, আঃ লতিফ স্কুলের সভাপতি জাকির হোসেন, হাবিবুর রহমান জমাদ্দার, শিক্ষক বিপ্লব মন্ডল, আঃ রশিদ জমাদ্দার, বিজয় কৃষ্ণ হালদার, ইদ্রিস আলী মোল্যা, নজরুল ইসলাম, প্রভাষক ভোলানাথ সুর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই শিল্পপতি আলহাজ্ব ফেরদৌস আহম্মদ ভুঁইয়ার নিজস্ব অর্থায়নে বিজ্ঞান ভবনের উদ্বোধন করেন। পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সানবিডি/তাপস/এস