দর বৃদ্ধির শীর্ষে আলহাজ্ব টেক্সটাইলস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৯ ১৬:০২:৪৫


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আলহাজ্ব টেক্সটাইলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। শেয়ার সর্বশেষ ৬৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। কোম্পানিটি ১ হাজার ৩৪৮ বারে ৪ লাখ ১৯ হাজার ১০৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সী ফুড লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৫২ শতাংশ। শেয়ার সর্বশেষ ২৮৬ টাকা দরে লেনদেন হয়েছে। কোম্পানিটি ১ হাজার ৩০১ বারে ৭১ হাজার ৩৮০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ওয়াটা ক্যামিকেলস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ১১ শতাংশ। শেয়ার সর্বশেষ ৬৫৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩ হাজার ৩৭৪ বারে ২ লাখ ১৪ হাজার ৩৭৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৬ লাখ ২ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ৪ দশমিক ৭০ শতাংশ, দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪ দশমিক ৪১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৪০ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ৩ দশমিক ৮৭ শতাংশ, আইটি কনসালটেন্টস লিমিটেডের ৩ দশমিক ৭২ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ৩ দশমিক ৫১ শতাংশ ও শমরিতা হাসপাতাল লিমিটেডের ৩ দশমিক ১২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সান বিডি/এসকেএস