দর পতনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-০৯ ১৬:১৪:৩০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩ দশমিক ১৮ শতাংশ। শেয়ার সর্বশেষ ৩৩৮টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৯৮২ বারে ৪ লাখ ২৪ হাজার ৮৭৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর কমেছে ৮ দশমিক ০৩ শতাংশ। শেয়ার সর্বশেষ ২০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৩১৪ বারে ১২ লাখ ৭৯ হাজার ২৪৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭১ লাখ ৫২ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা জাহীনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর কমেছে ৭ দশমিক ১৪ শতাংশ । শেয়ার সর্বশেষ ৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১২৭ বারে ১ লাখ ৫৪ হাজার ৯৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ ২৫ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ২৫ শতাংশ, এম.এল. ডাইং লিমিটেডের ৫ দশমিক ৬৩ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের ৫ দশমিক ১৭ শতাংশ, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ১৬ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ দশমিক ০৮ শতাংশ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ দশমিক ০৩ শতাংশ ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৭৮ শতাংশ শেয়ার দ কমেছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













