আসন্ন ঈদুল আজহায় জবাই করা পশুর চামড়া কী দামে ক্রয় করা হবে তা নির্ধারণ করা হবে ২৩ সেপ্টেম্বর (বুধবার)। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় চামড়া শিল্পের ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনগণ যাতে চামড়ার ন্যায্য মূল্য হতে বঞ্চিত না হয়, সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় সভাটি করেছে। এজন্য প্রতিবছরের মত এবারো আসন্ন ঈদ-উল-আজহার আগে চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হবে।
কোরবানির চামড়া নিয়ে যাতে কোনো ধরনের সদস্যা সৃষ্টি বা সিন্ডিকেট না হয়, সে বিষয়ে সরকার সকল পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে আরো বলা হয়, চামড়া ক্রয়-বিক্রয় করতে যাতে কোনো বিক্রেতা প্রতারিত না হয় বা কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ না হন, সে কারণেই কাঁচা চামড়ার মূল্য নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে কাঁচা ও প্রক্রিয়াজাত চামড়ার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে চামড়ার মূল্য নির্ধারণ করা হবে। চামড়া ব্যবসায়ীরা ২৩ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে এ মূল্য ঘোষণা করবেন এবং তা বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শওকত আলী ওয়ারেসি, অতিরিক্তি সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও) অমিতাভ চক্রবর্তী, অতিরিক্ত সবিচ (এফটিএ) মনোজ কুমার রায়, হাইড এণ্ড স্কিন রিটেইল ডিলার মার্সেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নওয়াব হোসেন, সেক্রেটারি লোকমান মিয়া, বাংলাদেশ ফিনিশ লেদার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মো. জয়নুল আবেদীন, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব মো. রবিউল আলমসহ চামড়া ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা এবং বাংলাদেশ ব্যাংক, রপ্তানি উন্নয়ন ব্যুরো, এনএসআই, ডিজিএফআই, ট্যারিফ কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।