চারদিনই চলে গেছে বৃষ্টির পেটে। সেই টেস্টে আবার কী ইতিহাস হতে পারে? হয়েছে; ভারতে অনুষ্ঠিত কোনো টেস্ট এর আগে এমন বৃষ্টি দেখেনি। এই প্রথম কোনো টেস্টের চারটি দিন পরিত্যক্ত হল।
চার ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর। নাগপুরে।
স্বাধীনতা ট্রফির এই দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২১৪ রানে অল-আউট হয় সফরকারী দক্ষিণ আফ্রিকা। অতিথিদের ডি ভিলিয়ার্স ৮৫ ছাড়া কেউ পঞ্চাশের গণ্ডি টপকাতে পারেনি।
এরপর ভারত ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৮০ রান করে। শিখর ধাওয়ান ৪৫ ও মুরালি বিজয় ২৮ রানে অপরাজিত ছিলেন। তারপর থেকে অপরাজিত ‘ঐতিহাসকি বৃষ্টি’!
সানবিডি/ঢাকা/রাআ