১৫ শতাংশের বেশি কমিশন নয়:বিআইএ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৯-১১ ২০:২৭:০৩

এখন থেকে নন-লাইফের কোন কোম্পানি ১৫ শতাংশের বেশি কমিশন দিতে পারবে না। একই সাথে বীমা খাতের উন্নয়নের জন্য কয়েকটি কমিটি করেছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)। আজ বুধবার সংগঠনটির প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্ব নির্বাহী কমিটির ১৮০তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বিআইএ পক্ষ থেকে জানানো হয়েছে, নন-লাইফ বীমা কোম্পানির উন্নয়ন ও বিভিন্ন সমস্যাদি আলোচনাসহ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক ১৫ শতাংশ কমিশনের বিষয়ে জারিকৃত সার্কুলার নং নন-লাইফ মেনে ব্যবসা পরিচালনা করা হবে। এ বিষয়ে গত ২৭শে জুলাই ১৫% এর বেশী যাতে কমিশন দেওয়া না হয় সে বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় ১৫% কমিশন এর বিষয়ে ব্যাখ্যা প্রদান করা হয়। ৫% অগ্রীম কর কর্তন করে ১৪.২৫% কমিশন এজেন্ট প্রদান করতে হবে।
আইডিআরএ থেকে surveillance কমিটির নাম পরিবর্তন করে পর্যবেক্ষন কমিটি বরাবর উপর প্রস্তাব করা হয়। বিআইএ থেকে দুটি কমিটি গঠন করার উপর গুরুত্ব প্রদান করা হয়। Complain cell এবং অপরটি Disciplinary কমিটি। মোজাফফর হোসেন পল্টুকে প্রধান করে কমিটির নন-লাইফ মেম্বারদের সদস্য করে Disciplinary কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আইডিআরএ থেকে UMP এর বিষয়ে আইডিআরএ এবং বিআইএ এর সাথে যৌথ সভা অনুষ্ঠিত হবার পর UMP এর সকল কার্যক্রম গ্রহন করার উপর গুরুত্ব প্রদান করা হয়।
নির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন- প্রথম ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর রুবিনা হামিদ,ভাইস-প্রেসিডেন্ট; এ কে এম মনিরুল হক, নির্বাহী কমিটির সদস্য মোজাফফর হোসেন পল্টু; আব্দুল্লাহ আল মাহমুদ, মাহিন; সৈয়দ বদরুল আলম, নাসির উদ্দিন আহমেদ; আলহাজ্ব মোঃ ইসমাইল নওয়াব,পি. কে. রায়, এফসিএ, জামাল মোহাম্মদ আবু নাসের; মোঃ ইমাম শাহীন, এম এম মনিরুল আলম; আদিবা রহমান; ড. বিশ্বজিৎ কুমার মন্ডল এবং মোঃ শামসুল আলম।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











